টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষ হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল কলেজ অধ্যক্ষ
মৃতুদণ্ডপ্রাপ্ত মিনহাজুর রহমান মিন্টু। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার টাঙ্গাইলের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকা এই রায় দেন।

এ ছাড়াও, দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন: সখীপুরের ফুলবাগ গোবরচাকা গ্রামের মৃত হাসান আলীর ছেলে মিনহাজুর রহমান মিন্টু ও একই গ্রামের সুর্যদ আলীর ছেলে আব্দুল মালেক শুকুর।

রায় ঘোষণার সময় মিন্টু আদালতে উপস্থিত ছিলেন। শুকুর জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় ৩ জনকে খালাস দেওয়া হয়েছে। তারা হচ্ছেন শমশের আলী, মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ নান্নু মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মহসিন শিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, '২০১১ সালের ২০ অক্টোবর দুপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু কর্মস্থল সখীপুরের পলাশতলী মহাবিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি বৈল্লারপুর এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে দণ্ডিতরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন।'

এই ঘটনায় নিহত জামাল হোসেনের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে সখীপুর থানায় ওই দিন হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই আইয়ুব আলী ২০১২ সালের ২৬ ডিসেম্বর ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Comments

The Daily Star  | English

25 children among 27 killed in Milestone jet crash

Twenty bodies have so far been handed over to their respective families

3h ago