রাজধানীতে আজও সারাদিন থেমে থেমে বৃষ্টি

চুয়াডাঙায় সর্বোচ্চ ১২১ মিমি বৃষ্টির রেকর্ড
বৃষ্টি
রাজধানীর কারওয়ানবাজার এলাকা। ১৪ সেপ্টেম্বর ২০২২। ছবি: সুমন আলী/স্টার

রাজধানীতে আজও সারাদিন থেমে থেমে বৃষ্টির হতে পারে। তবে ধারাবাহিকভাবে এই বৃষ্টির পরিমাণ কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের সব সমুদ্রবন্দরকে আজও ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক সানাউল হক মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, 'বঙ্গোপসাগরের নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে ভারতের মধ্যপ্রদেশে অবস্থান করছে।'

বৃষ্টি
রাজধানীর কারওয়ানবাজার এলাকায় বৃষ্টিস্নাত সকাল। ১৪ সেপ্টেম্বর ২০২২। ছবি: সুমন আলী/স্টার

'এর প্রভাবে আজ সারাদিন রাজধানীসহ সারাদেশে মাঝারি থেকে ভারি ও অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে,' যোগ করেন তিনি।

'আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙায় সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে,' উল্লেখ করে সানাউল হক মণ্ডল আরও বলেন, 'হাতিয়ায় ১২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

4h ago