দূষণ ও ঝুঁকি

ছবি: আনিসুর রহমান/স্টার

রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীর নোংরা পানিতে গাড়ির এয়ার ফিল্টার, টায়ার ও ব্যাটারি ধুচ্ছেন ২ ব্যক্তি। এগুলো ধুয়ে, গলিয়ে কাছাকাছি ভাঙারির দোকানগুলোতে বিক্রি করা হয়।

সাদা চোখে এটি একটি সাধারণ কাজ মনে হলেও ব্যবহৃত এসব মোটর পার্টস থেকে নির্গত রাসায়নিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বাড়িয়ে তুলতে পারে দূষণের মাত্রা।

ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান

Comments

The Daily Star  | English

What are the terms of the Gaza ceasefire deal?

A six-week initial ceasefire phase includes the gradual withdrawal of Israeli forces from central Gaza and the return of displaced Palestinians to northern Gaza

3h ago