পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউ গিনি
পাপুয়া নিউ গিনি। ছবি: রয়টার্স

দক্ষিণপূর্ব এশিয়ার পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে—মাটির ৮০ কিলোমিটার গভীরে ভূকম্পন হয়। সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র সুনামি সতর্কতা দিলেও পরে তা তুলে নেয়।

অস্ট্রেলিয়ার ব্যুরো অব মেটেরোলজি জানিয়েছে, আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাপুয়া নিউ গিনির অধিবাসীদের প্রকাশিত ছবিতে দেখা যায়, রাস্তায় ফাটলের পাশাপাশি বাড়িঘর ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুপারমার্কেটে পণ্যের তাকগুলো উল্টে গেছে।

প্রশান্ত মহাসাগরে 'অগ্নি বলয়'র ওপর থাকায় পাপুয়া নিউ গিনিতে ঘন ঘন ভূমিকম্প হয়। ২০১৮ সালের ভূমিকম্পে দেশটিতে ১০০ জনের বেশি মানুষ মারা যান।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

42m ago