প্রিন্স চালর্সকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা ঘোষণা
সেন্ট জেমস প্রাসাদে এক অনুষ্ঠানে তৃতীয় চার্লসকে ব্রিটেনের রাজা হিসেবে ঘোষণা করা হয়েছে।
সত্তর বছর সিংহাসনে থাকার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল দুর্গে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার পুত্র রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এখন ব্রিটিশ ইতিহাসের এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।
মায়ের মৃত্যুর পর নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে আজ শনিবার প্রথম ভাষণ দিয়েছেন।
ঐতিহাসিক অনুষ্ঠানটি প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।
সেসময় চার্লস বলেন, পুরো রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে তিনি কথা বলছেন এবং তার মা যে অঙ্গীকার তার রাজত্বের সূচনায় করেছিলেন- সেই একই অঙ্গীকার বাস্তবায়ন করতে চান তিনি।
রাজা চার্লস বলেন, তিনি সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সঙ্গে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করার অঙ্গীকার করছেন।
Comments