মেহেরপুরে ইবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
মেহেরপুরে গাংনীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
নিহত নিশাত তাসনিম উর্মি ফোকলোর স্টাডিজ বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'বৃহস্পতিবার রাতে মেহেরপুরের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে, কীভাবে তার মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।'
উর্মির বাবা গোলাম কিবরিয়া বলেন, 'রাতে বেয়াই হাসেম শাহ মোবাইল ফোনে জানান, উর্মি অসুস্থ হওয়ায় তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অসুস্থতার কারণ জানতে চাইলে উর্মি ঘরের জানালার সঙ্গে ফাঁস দিয়েছে বলে জানান তিনি। সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারি সে অনেক আগেই মারা গেছে।'
গোলাম কিবরিয়া দাবি করেন, 'উর্মির শরীরে আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া হচ্ছে। পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।'
Comments