চলতি মাসের মাঝামাঝি থেকে প্রাথমিকের শিক্ষক বদলি অনলাইনে
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, 'সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি প্রক্রিয়া অনলাইনে হবে।'
আগামীকাল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'আমরা সেপ্টেম্বরের ১৫-২০ তারিখের মধ্যে অনলাইনে বদলি প্রক্রিয়া শুরু করব।'
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সহজ ও ঝামেলামুক্ত করার লক্ষ্যে সরকার অনলাইনে বদলি প্রক্রিয়া চালু করছে।
বর্তমানে সারা দেশে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক আছেন প্রায় ৩ লাখ ৬০ হাজার।
Comments