পটুয়াখালী

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ৪ জনের কারাদণ্ড

arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে (প্রক্সি) পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে পটুয়াখালীতে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তাদের মধ্যে মনোয়ার হোসেন ও ইমনকে ১ মাস এবং পাভেল ও জাহিদ মুন্সিকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে পটুয়াখালী সরকারি জুবিলী স্কুল কেন্দ্রে ও পলিটেকনিক কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জুবিলী স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে জানান, প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে ২ জনকে শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল তাদের কারাদণ্ড দেন।

ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল জানান, মনোয়ার ও ইমনকে জিজ্ঞাসাবাদ করা হলে, দুজনেই প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে একই অভিযোগে পলিটেকনিক কলেজ থেকে আটক কিশোরগঞ্জের বাসিন্দা পাভেল (২৬) ও ফরিদপুরের বাসিন্দা জাহিদ মুন্সিকে (২৯) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ছেন মং রাখাইন নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English
Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Non-cotton garments are particularly lucrative, fetching higher prices than traditional cottonwear for having better flexibility, durability

14h ago