ঝুঁকিভাতা, নিয়োগবিধি সংশোধনসহ ৮ দাবি রেল কর্মচারীদের

রেল কর্মচারী
৮ দফা দাবিতে রেলওয়ের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে রেল কর্মচারীরা। ছবি: সংগৃহীত

১১-২০তম গ্রেডে কর্মরত কর্মচারীদের পদোন্নতি, নিয়োগবিধি সংশোধনসহ ৮ দফা দাবিতে রেলওয়ের মহাপরিচালকের (পূর্ব) কাছে স্মারকলিপি দিয়েছে রেলওয়ের কর্মচারীদের সংগঠন অফিস কর্মচারী পরিষদ।

আজ সোমবার সকালে মহাব্যবস্থাপকের কাছে স্মারকলিপি দেন কর্মচারীরা। এ সময় সিআরবি, সিসিএস, ডিআরএম, ডিইএন, কারখানা ও স্টোর ডিপোর দপ্তরে কর্মরত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দাবিগুলো হলো-নিয়োগবিধি ২০২০ সংশোধন, ৪৭ হাজার জনবল কাঠামোতে আগের মতো দাপ্তরিক পদ বহাল রাখা, ঝুঁকিভাতা প্রদান, কর্মচারী বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ, বাসা মেরামত, দপ্তরগুলোতে সেন্ট্রাল জেনারেটর ব্যবস্থা, পোষ্য কোটার শিক্ষাগত যোগ্যতা শিথিল ও আউটসোর্সিয়ের মাধ্যমে নিয়োগ বাতিল।

স্মারকলিপি দেওয়ার আগে অফিস কর্মচারী পরিষদ বাংলাদেশ রেলওয়ের আহবায়ক আবজুরুল হকের সভাপতিত্বে এবং শান্তনু দাশের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে অফিস কর্মচারী পরিষদের সদস্য সচিব মো. সিরাজুল হক, স্টোর বিভাগের প্রতিনিধি তামান্না বিনতে আজাদ, রেলওয়ে নিরাপত্তা বিভাগের প্রতিনিধি ইমাম হোসেন উজ্জল, সিগন্যাল বিভাগের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, সিসিএস কার্যালয়ের প্রতিনিধি ফেরদৌস রহমান, ডিআরএম কার্যালয়ের প্রতিনিধি মো. নূর নবী, সিএমই দপ্তরের ফরিদা আক্তার প্রমুখ বক্তব্য দেন।

সভায় একাত্মতা জানিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় রেল শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন।

Comments

The Daily Star  | English

4 years could be maximum one can go before election: Yunus tells Al Jazeera

Says govt's intention is to hold election as early as possible

37m ago