মায়ের কবরে শায়িত গাজী মাজহারুল আনোয়ার

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দাফন সম্পন্ন হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে শায়িত হয়েছেন কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার।

আজ সোমবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হলে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। শহীদ মিনারে উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের ২ সন্তান উপল ও দিঠি।

শহীদ মিনারে বিভিন্ন সংগঠের পাশাপাশি শ্রদ্ধা জানাতে আসেন খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, নায়ক উজ্জ্বল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নকীব খান, মনির খান, প্রযোজক খোরশেদ আলম খসরু, মানাম আহমেদ, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজীসহ অনেকেই।

গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ দুপুর সাড়ে ১২টায় বিএফডিসিতে নেওয়া হয়। সেখানে বিভিন্ন চলচ্চিত্র সংগঠন ও অভিনয় শিল্পীদের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ যোহর এফডিসির প্রশাসনিক ভবনের সামনে প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়।

ছবি: সংগৃহীত

এ সময় এফডিসিতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, কাজী হায়াৎ, ইলিয়াস কাঞ্চন, ফোয়াদ নাসের বাবু, বাদল খন্দকার, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, রোজিনা, ওমর সানি, বাপ্পী, অরুণা বিশ্বাস, অঞ্জনা, নিপুন, গীতিকার গোলাম মোর্শেদ, এসডি রুবেল, ইমন সাহা, দেবাশীষ বিশ্বাস, কিশোর, সাইমন।

পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ ফিল্ম ক্লাব, এফডিসি প্রশাসন, বাঙালি সাংস্কৃতিক বন্ধন, চলচ্চিত্র পরিষদ, গীতিকবি সংঘ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতিসহ কয়েকটি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএফডিসি থেকে দুপুর ২টার পর চ্যানেল আই ভবনে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে ৬টা ২০ মিনিটে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হয় বাংলার এই কৃতী সন্তানকে।

ছবি: সংগৃহীত

গতকাল ৭৯ বছর বয়সে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। গত ৬০ বছরে তিনি ২০ হাজারের বেশি গান লিখেছেন।

সংগীতে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে তিনি একুশে পদক লাভ করেন। তিনি ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

তার কালজয়ী গানের তালিকায় রয়েছে—'জয় বাংলা বাংলার জয়', 'আছেন আমার মোক্তার', 'এক তারা তুই দেশের কথা', 'গানের কথায় স্বরলিপি লিখে', 'শুধু গান গেয়ে পরিচয়', 'এই মন তোমাকে দিলাম', ইত্যাদি।

গাজী মাজহারুল আনোয়ার কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লেখার মধ্য দিয়ে তিনি পেশাগত জীবন শুরু করেন।

 

Comments