যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী লিজ ট্রাস

লিজ ট্রাস
লিজ ট্রাস। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়েছেন লিজ ট্রাস। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের উত্তরসূরি হচ্ছেন তিনি।

আজ সোমবার বিবিসি জানায়, লিজ ট্রাস কনজারভেটিভ টোরি দলের নেতৃত্ব প্রতিযোগিতার সব প্রার্থীকে ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে ঋষি সুনাককে।   

তিনি বলেছেন, 'প্রতিযোগিতাটি বেশ কঠিন ছিল। এতে দলের মধ্যে অনেক প্রতিভা থাকার বিষয়টি প্রকাশিত হয়েছে।'

নতুন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিল যুক্তরাজ্যের অস্থিতিশীল অর্থনীতি। গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি।

জয়লাভের পর লিজ ট্রাস বলেন, 'আমি কর কমাতে এবং আমাদের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য একটি সাহসী পরিকল্পনা হাতে নেবো।'

লিজ ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার পর নতুন জ্বালানি পরিকল্পনা প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি যুক্তরাজ্যের নাগরিকদের বাড়তে থাকা দৈনন্দিন খরচের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নতুন একটি পরিকল্পনার কথা উল্লেখ করলেও বিস্তারিত জানাননি। তবে তিনি বরিস জনসনের আমলে চালু করা জাতীয় বিমা নীতির সংস্কার করবেন বলে জানান।

প্রায় ৭ সপ্তাহ ধরে চলতে থাকা টোরি দল ও যুক্তরাজ্যের নেতৃত্বের দৌড় অবশেষে শেষ হতে যাচ্ছে। একই সঙ্গে শেষ হচ্ছে বরিস জনসনের ৩ বছরের ঝঞ্ঝাবিক্ষুব্ধ শাসনামল।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago