৩০০ আসনের ১০-১৫ শতাংশ কেন্দ্রে ইভিএম চায় মঞ্জুর জাতীয় পার্টি

নির্বাচন কমিশনের লোগো। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রতিটিতে ১০-১৫ শতাংশ কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) চায় আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এই প্রস্তাব দিয়েছে দলটি।

সংলাপে দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

সংলাপ শেষে শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'আমরা সংলাপে ৩০০ আসনেই ১০-১৫ শতাংশ কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তাব দিয়েছি।'

এই প্রস্তাবের ব্যাখ্যা করে তিনি বলেন, 'যদি ১৫০ আসনে ইভিএম ব্যবহার হয় তাহলে ২ ধরনের নির্বাচনব্যবস্থা হবে। এটা বৈষম্যমূলক হবে। ইভিএম যে পেল সে এক ধরনের আচরণ পেল, আর ইভিএম যে পেল না তার প্রতি অন্য ধরনের আচরণ হলো।'

এ ছাড়া সংলাপে সংসদীয় সীমানা নির্ধারণের প্রসঙ্গেও আলাপ হয়েছে বলে জানান শহীদুল। তার ভাষ্য, 'সংসদীয় সীমানা নির্ধারণের সময় সীমানায় বড় ধরনের পরিবর্তন আনলে তা অনেক জনপ্রতিনিধির প্রতি অবিচার হবে।'

এর পাশাপাশি তিনি জানান, সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক এমনটি চাইলেও তার দল মনে করে ২-৩টি দল নির্বাচনে না আসলেও নির্বচন গ্রহণযোগ্য হয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, '১৯৭০ সালের নির্বাচনে ন্যাপ নির্বাচনে অংশ নেয়নি।'

একইসঙ্গে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে শহীদুলের বক্তব্য হলো, 'কমিশন যে বিতর্কের মধ্যে জড়িয়ে না পড়ে।'

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Nahid warns against media intimidation, vows stern action

The government will take stern action against those trying to incite violence or exert undue pressure on the media or newspapers, said Information Adviser Nahid Islam today

48m ago