রংপুরে ছাত্রীনিবাস থেকে বেরোবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শাহানাজ আক্তার মুন্নির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কামারের মোড়ের আজিজুল হক ছাত্রীনিবাস থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মুন্নিকে উদ্ধার করা হয়।

বেরোবির দশম ব্যাচের শিক্ষার্থী মুন্নির বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ঘাগোয়ায়।

সহপাঠীরা দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল দুপুর ৩টা থেকে মুন্নির রুমের দরজা বন্ধ ছিল। শুরুতে তারা ভেবেছিলেন হয়তো সে ঘুমাচ্ছে। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় মেসের বান্ধবীরা রাত সাড়ে ৮টার দিকে ডাকাডাকি করলেও মুন্নির সাড়া পায়নি।

সন্দেহ হওয়ায় তারা জানালা দিয়ে দেখেন যে, সিলিং ফ্যানের সঙ্গে মুন্নি ঝুলন্ত অবস্থায় আছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে প্রক্টরিয়াল বডিসহ ঘটনাস্থলে যাই। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।'

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইজার আলী ডেইলি স্টারকে বলেন, 'ওই শিক্ষার্থীর মা-বাবাকে সংবাদ দেওয়া হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

59m ago