কুয়াকাটা সৈকতে ভেসে এল ৩০ ফুট লম্বা মৃত তিমি

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি মৃত তিমি ভেসে এসে‌ছে। এটির দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট।

আজ শ‌নিবার সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে তিমিটি ভেসে আসে। এটি অর্ধগলিত এবং সৈকত এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। 

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে সৈকতের তীরে এক মোটরসাইকেল চালক মৃত তিমিটি দেখে আমাদের খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে বন বন বিভাগকে জানাই। মৃত তিমিটির দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্থ ৬ ফুট । ধারণা করা হচ্ছে, ১০-১৫ দিন আগে এটির মৃত্যু হয়েছে।'

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, 'তিমিটি বিশালাকৃতির। এর আগে ২০১৮ সালে সৈকতে এরকম আরও একটি তিমি ভেসে এসেছিল।'

ওয়ার্ল্ড ফিসের কুয়াকাটা জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, 'এটি একটি বেলিন প্রজাতির তিমি। বেলিন তিমির মধ্যে আবার ১৬টি প্রজাতি রয়েছে। স্তন্যপায়ী এসব প্রাণী গভীর সমুদ্রের ঠাণ্ডা পানিতে থাকতে পছন্দ করে। কেন এটির মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। বেলিন তিমির ১৬টি প্রজাতির মধ্যে এটি কোন প্রজাতির ও এটির মৃত্যুর কারণ কী তা জানতে আমরা নমুনা সংগ্রহ করেছি।'

 'ইতোমধ্যে আমরা প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এটির কঙ্কাল সংগ্রহ করবে বলে জানিয়েছে', যোগ করেন তিনি।   

পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, 'ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করেছে।'

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago