ডেড লাইন ডে ট্রান্সফার লাইভ: নেইমারকে চেলসিতে বিক্রির প্রস্তাব পিএসজির

আর কয়েক ঘণ্টা পরেই বন্ধ হয়ে যাবে ইউরোপের ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল। শেষ মুহূর্তে নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করছে ক্লাবগুলো। ডেড লাইন ডে'তে ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকে হাত বাড়াচ্ছে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

নেইমারকে চেলসিতে বিক্রির প্রস্তাব পিএসজির

গুঞ্জনটা বেশ পুরনো। তবে মাঝে প্রায় থেমে গিয়েছিল এ গুঞ্জন। বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী, ডেড লাইন ডেতে নেইমারকে কিনে নেওয়ার জন্য চেলসিকে প্রস্তাব দিয়েছে পিএসজি। উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার পলিসির গাইডলাইন অনুযায়ী, বাজে পরিস্থিতিতে না পড়তে এমন সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ক্লাবটি।

অবামেয়াংয়ের জন্য চেলসির নতুন প্রস্তাব

বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী, বার্সেলোনার ফরোয়ার্ড পিয়েরে-এমরিক অবামেয়াংয়ের জন্য নতুন প্রস্তাব দিয়েছে চেলসি। ৩ বছর বয়সী গ্যাবনের এ ফরোয়ার্ডের জন্য বার্সেলোনার রাডারে থাকা ১ বছর বয়সী মার্কোস আলনসোর সঙ্গে নগদ অর্থ দেওয়ার দিয়েছে ব্লুজরা।

আর্থুরকে ধারে চায় লিভারপুল

ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম গোলডটকমের সংবাদ অনুযায়ী, জুভেন্টাসের মিডফিল্ডার আর্থুর মেলোকে ধারে নিতে চায় লিভারপুল। অ্যাস্টন ভিলার ডগলাস লুইসকে কেনার ইচ্ছা থেকে সরে আশায় এ চুক্তি করতে চায় রেডরা।

লিয়াওর জন্য চেলসির প্রস্তাব

বৃটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের সংবাদ অনুযায়ী, এসি মিলানের পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াওকে পেতে প্রস্তাব দিয়েছে চেলসি। তার জন্য অবশ্য ১২৬ মিলিয়ন পাউন্ডের প্রাইজ ট্যাগ বেঁধে দিয়েছে ক্লাবটি। এছাড়া ডিনামো মস্কোর মিডফিল্ডার আরসেন জাকারিয়ানের সঙ্গেও আলোচনা করছে ব্লুজরা। তাকে পেতে ১৪ মিলিয়ন ইউরো খরচ হতে পারে ক্লাবটির।

ডেস্টকে ধারে নিতে যাচ্ছে মিলান

চলতি মৌসুমে ইউরোপের বেশ কিছু টপ দলই পেতে চেয়েছিল বার্সেলোনার ডিফেন্ডার সের্জিনো ডেস্টকে। স্প্যানিশ সাংবাদিক ডি মার্জিওর সংবাদ অনুযায়ী, শেষ মুহূর্তে এসি মিলানে যোগ দিতে যাচ্ছেন এ আমেরিকান। ধারে এক বছরের চুক্তিতে ইতালিতে যাচ্ছেন তিনি।

আয়াক্সের যোগ দিলেন ওকোম্পোস

বেশ কিছু ঝামেলা হলেও শেষ পর্যন্ত আয়াক্সে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস ওকোম্পোস। আপাতত ৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে ধারে সেভিয়া থেকে ডাচ ক্লাবে যোগ দিলেন এ আর্জেন্টাইন। আর ১৬ মিলিয়ন মিলিয়ন ইউরো খরচ করে তাকে কিনে নেওয়ার সুযোগ রয়েছে তাদের।

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

1h ago