নর্থ-সাউথের ৪ ট্রাস্টির জামিন শুনানি হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

ছবি: সংগৃহীত

৩০৪ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় নর্থ-সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের ৪ সদস্যের জামিন আবেদনের ওপর জারি করা রুলের বিষয়ে শুনানি কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নর্থ-সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ৪ সদস্য হলেন, রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ।

 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

9h ago