আত্মসমর্পণ করে জামিন পেলেন এনএসইউর সাবেক ট্রাস্টি আজিম

স্টার অনলাইন গ্রাফিক্স

নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারপারসন আজিম উদ্দিন আহমেদকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। ৩০৪ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলার অভিযোগপত্রে তাকে পলাতক দেখানো হয়েছিল।

ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মুহাম্মদ আসাদুজ্জামান গতকাল তার আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এর আগে আজিম উদ্দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অসুস্থতা, সামাজিক মর্যাদা ও বয়স বিবেচনা করে তাকে জামিন দেওয়া হয়েছে।

দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন।

অর্থ পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় দুদক ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছিল। তাতে আজিম উদ্দিন আহমেদকে পলাতক দেখানো হয়।

Comments