সরকারি কর্মচারীদের গ্রেপ্তার: হাইকোর্টের রায় স্থগিত করেননি চেম্বার জজ
অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করার বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
সরকারের অনুমতি ছাড়াই আইন-শৃঙ্খলা বাহিনী ফৌজদারি মামলায় সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করতে পারবে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন হাইকোর্ট।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আজ বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির সময় আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের রায়ের ওপর কোনো স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন।
তবে আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য রাষ্ট্রপক্ষের আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন বিচারক।
আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং রাষ্ট্রপক্ষের আবেদনের বিরোধিতা করেন রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১ নম্বর ধারার বৈধতাকে চ্যালেঞ্জ করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০১৯ সালের ১৪ অক্টোবর রিট আবেদন করেছিল।
৪১ নম্বর ধারায় বলা হয়েছে, 'কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হইবার পূর্বে, তাহাকে গ্রেপ্তার করিতে হইলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে।'
সেই রিট আবেদনের শুনানি শেষে গত বৃহস্পতিবার হাইকোর্ট এক যুগান্তকারী রায়ে এই ধারা বাতিল করেন।
Comments