চেম্বার আদালতে চিন্ময় দাসের জামিন আদেশ স্থগিত

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ স্থগিতাদেশ দেন।
গত ৩০ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান খান ও মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময়ের জামিনের আদেশ দিয়েছিলেন।
পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে একটি আবেদন করে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চে লিভ টু আপিল আবেদন দাখিল করবে। ততদিন পর্যন্ত জামিন স্থগিত থাকবে এবং চিন্ময় দাস মুক্তি পাবেন না।'
'লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিন্ময় দাস কারাগারেই থাকবেন,' বলেন তিনি।
আজকের শুনানিতে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী এমকে রহমান, জেডআই খান পান্না, অনুপ কুমার সাহা, বিভাষ চন্দ্র বিশ্বাস ও প্রহ্লাদ দেবনাথ উপস্থিত ছিলেন।
গত বছরের ২৬ নভেম্বর থেকে কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস।
৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।
পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
Comments