‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধের মামলা প্রত্যাহারের উদ্যোগ বনবিভাগের

হাওয়া সিনেমার পোস্টার, সংগৃহীত

 

সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'হাওয়া'র বিরুদ্ধে করা মামলাটি সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বনবিভাগ।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অবগত না থাকার বিষয়টি উল্লেখ করে 'হাওয়া' সিনেমার পরিচালক যে আপোষ নিষ্পত্তি করার আবেদন করেছেন সেটির প্রেক্ষিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের করা মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২  এর ধারা ৪৩ মোতাবেক মামলাটি আপোষযোগ্য হওয়ায় ফৌজদারি কার্যবিধির ২৪৮ ধারা মোতাবেক মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে।

আদালত মামলা প্রত্যাহারের আবেদন আমলে নিয়েছেন এবং রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করেছেন।

 

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

24m ago