বিআরটির কাজ ৭৯.২৪ শতাংশ সম্পন্ন, আগামী জুনে চালুর আশাবাদ

বিআরটি
গাজীপুর চৌরাস্তায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিআরটি প্রকল্পের এমডি শফিকুল ইসলাম। ছবি: স্টার

রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণকাজ ৭৯ দশমিক ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের জুনে এটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 

আজ শুক্রবার দুপুরে প্রকল্প পরিদর্শন শেষে গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিআরটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম এ তথ্য জানান।

এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর বিমানবন্দরের বলাকা কার্যালয়ের সামনে থেকে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যরা বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

শফিকুল ইসলাম বলেন, 'প্রকল্পের ফিজিক্যাল নির্মাণকাজ সব মিলিয়ে মোট ৭৯ দশমিক ২৪ শতাংশ কাজ শেষ হয়েছে। শতভাগ সক্ষমতা ব্যবহার করতে পারলে যথাসময়ে কাজ শেষ করা যাবে।'

তিনি বলেন, '২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের মেজর কাজগুলো শেষ হবে বলে আশা করছি। বাকি কাজ ২০২৩ সালের মার্চের মধ্যে সম্পন্ন হবে। ওই বছরের জুন নাগাদ প্রকল্পটি চালু করা যাবে বলে আমরা আশা করি।'

গার্ডার দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, 'ওই ঘটনার তদন্ত চলছে। কার কার দায় আছে, সেটি তারা দেখবে। তবে কনসালট্যান্টেরও দায়িত্ব থাকে।'

২০ কিলোমিটার বিআরটি প্রকল্পে আছে-এয়ারপোর্ট উড়াল সেতু, জসীমউদ্দিন উড়াল সেতু, হাউজবিল্ডিং থেকে স্টেশন পর্যন্ত নির্মিত উড়াল সেতু, টঙ্গীতে উড়াল সেতু অংশে নির্মাণাধীন স্টেশন, সমতলে নির্মাণাধীন স্টেশন (তারাগাছ স্টেশন), বিআরটি করিডোরের নির্বাচিত সড়কের অংশ, গাজীপুর চান্দনা চৌরাস্তা স্টেশন ও উড়াল সেতু, বিআরটি ডিপো (নলজানি, গাজীপুর)।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

1h ago