নাটোরে সড়কে মঞ্চ করে আ. লীগের সমাবেশ, জনদুর্ভোগ

সভা
নাটোর শহরের প্রধান সড়কে মঞ্চ করে জেলা আওয়ামী লীগের সভা। ছবি: বুলবুল আহমেদ/স্টার

নাটোর শহরের প্রধান সড়কে মঞ্চ করে জেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হচ্ছে। সভার জন্য সড়কের চার লেন বন্ধ করে দেওয়ায়, সড়কে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ করছে জেলা আওয়ামী লীগ। আয়োজনের প্রস্তুতির কারণে গত ৩ দিন ধরেই এ সড়কে যানজট লেগে আছে বলে জানান স্থানীয়রা।

শহরের প্রধান এই সড়কে সমাবেশের কারণে স্টেশনবাজার, বড়গাছা, আলাইপুর এলাকার সঙ্গে হরিশপুর, মাদরাসা মোড়, চকরামপুর, দিঘাপতিয়া এলাকার যোগাযোগে বিঘ্ন ঘটছে। ভোগান্তিতে পড়ে এসব এলাকার হাজারো বাসিন্দাদের বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে।

সভা
সভার কারণে সড়কের চার লেনই বন্ধ হয়ে যায়। ছবি: বুলবুল আহমেদ/স্টার

আলাইপুর এলাকার বাসিন্দা শামসুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শহরের প্রধান সড়কে সভা করায় আমাদের চলাচলে খুবই সমস্যা হচ্ছে। বিকল্প সড়কগুলো খুবই সরু হওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।'

সভায় যোগ দিতে আসা বাগাতিপাড়া উপজেলার আওয়ামী লীগ নেতা শাহ আলম ডেইলি স্টারকে বলেন, 'যদিও আমার দলের সভা, কিন্তু রাস্তায় সভা করায় জনদুর্ভোগ হচ্ছে। কানাইখালী স্কুল মাঠ, স্টেডিয়াম, এন এস কলেজ মাঠের মতো বড় ৩টি স্থান থাকার পরও দলের সিনিয়ররা কেন সড়কে সভার সিদ্ধান্ত নিলেন জানি না।'  

কানাইখালী এলাকার দোকানদার মোহাম্মদ জিন্নাহ বকুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাশে মাঠ থাকতেও সড়ক বন্ধ করে দিয়ে সমাবেশ করায় যানজট হয়েছে। অল্প রাস্তা পার হতেই অনেক সময় লাগছে।'

অটোরিকশা চালক ফিরোজ আলী ডেইলি স্টারকে বলেন, 'আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি কে দেখবে? সড়কের যান চলাচলের বিঘ্ন ঘটিয়ে তারা সড়কে সমাবেশ করছে। জনগনের ভোগান্তির কথা ভাবলে, তারা সড়কে এভাবে সমাবেশ করতেন না।' 

সমাবেশ বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলকসহ স্থানীয় সংসদ সদস্যরা।

সড়কে সমাবেশ আয়োজনের বিষয়ে জানতে চাইলে নাটোর-৪ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা শহরসহ সারা দেশের সব জায়গায় সড়কেই সভা সমাবেশ হয়। নাটোরে করলে অসুবিধা কী?

তিনি এই প্রতিবেদককে উল্টো প্রশ্ন করেন, 'সড়কে অনুষ্ঠান হলে আপনার কী সমস্যা? সেটা দেখার জন্য প্রশাসন আছে।'

জানতে চাইলে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'সংসদ সদস্যরা দেশের সবচেয়ে সচেতন এবং দায়িত্বশীল নাগরিক। আশা করি জনগণের দুর্ভোগ তৈরি হয় এমন কোনো কাজ তারা করবেন না।'

'তারপরও যদি দুর্ভোগ হয় আমরা বিষয়টি তাদের নজরে এনে অনুরোধ করব তা না করতে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

July uprising: The wounds that are yet to heal, one year on

This week marks one year since 15-year-old Md Shahin Alam’s life was forever changed -- not by illness or accident, but by a bullet that tore through his left leg during a rally on August 5, 2024.

15h ago