শখ ও ভালোবাসা থেকে উপস্থাপনা করছি: সোহানা সাবা

সোহানা সাবা। ছবি: শাহরিয়ার কবির হিমেল

উপস্থাপনায় করছেন সোহানা সাবা। তারার মেলা অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন তিনি। প্রতি সপ্তাহের শনিবার রাতে এটি প্রচার হবে। প্রত্যেক পর্বে একজন তারকা অতিথি হিসেবে হাজির থাকবেন।

সোহানা সাবা বলেন, 'এই অনুষ্ঠানটি মানের দিক দিয়ে আন্তর্জাতিক মানের। অনেক পরিচ্ছন্ন একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। সবদিক থেকেই ভালো।'

সোহানা সাবা। ছবি: শাহরিয়ার কবির হিমেল

তিনি আরও বলেন, 'সবচেয়ে বড় কথা এখানে সোহানা সাবা আছে, এটাই বড় কথা। এছাড়া টকশোতে দেখা যাবে দাবা খেলতে খেলতে অনুষ্ঠানটি শুরু হচ্ছে। এই আইডিয়াটাও দারুণ। শখ ও ভালোবাসা থেকে উপস্থাপনা করছি। অভিনয়ের মতো উপস্থাপনা করতেও ভালো লাগে।'

সোহানা সাবা। ছবি: শাহরিয়ার কবির হিমেল

প্রথম পর্বের অতিথি ছিলেন নাট্যজন মামুনুর রশীদ। এরপরের অতিথি নন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ।

গতকাল মঙ্গলবার তারার মেলার শুটিং করেন ফাহমিদা নবী, চঞ্চল চৌধুরী ও মাহী।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago