শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় বৃদ্ধকে ১০ বছর সাজা

প্রতীকী ছবি

রংপুরের পীরগাছায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার মামলায় ভোজেন রায় (৬৩) নামে একজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান আসামি ভোজেন রায়ের (৬৩) উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৯ সালের ১০ অক্টোবর ওই শিশু শিক্ষার্থীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেন প্রতিবেশী ভোজেন রায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি সেখান থেকে ছুটে বাড়িতে গিয়ে বিষয়টি তার মা-বাবাকে জানায়।

এ ঘটনায় সেদিনই শিশুটির বাবা বাদী হয়ে ভোজেন রায়কে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে ভোজেন রায়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

প্রায় ৩ বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর আজ বুধবার রায় ঘোষণা করা হয়।

Comments

The Daily Star  | English

Mahfuj Alam apologises for past 'divisive' statements

"The patriotic people who stood united during the July uprising now face a long test"

1h ago