কক্সবাজারে স্কুলশিক্ষককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

র‌্যাবের প্রেসব্রিফিং। ছবি: ভিডিও থেকে নেওয়া

কক্সবাজার সদর উপজেলায় এক স্কুলশিক্ষককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

গতরাতে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার কক্সবাজারে র‌্যাবের প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—প্রধান আসামি বেদাত মিয়া, বেলাল উদ্দিন ও মোস্তাক মিয়া। ওই ঘটনায় একজন পলাতক আছেন।

র‌্যাবের বিফ্রিংয়ে জানানো হয়, স্কুল শিক্ষকের অসহায়ত্ব ও সরলতার সুযোগ নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ভুক্তভোগী শিক্ষককে গত ১৯ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পিএমখালীতে ভাগনির মেহেদি অনুষ্ঠান থেকে ফেরার পথে ঝিলংজা এলাকায় তাকে ধর্ষণ করা হয়।

ওই ঘটনায় ২২ আগস্ট রাতে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা হয়।

র‌্যাব জানায়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাদেরকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।

Comments

The Daily Star  | English

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

8m ago