এবার মাহি-রোশানের বিরুদ্ধে মামলার হুমকি প্রযোজকের

বিএফডিসির প্রযোজক সমিতির সামনে ‘আশীর্বাদ’ সিনেমার পরিচালক, নায়ক-নায়িকার আচরণের বিরুদ্ধে প্রযোজকদের সংবাদ সম্মেলন। ছবি: স্টার

'আশীর্বাদ' সিনেমার পরিচালক, রোশান ও মাহিয়া মাহির কাছে ক্ষতিপূরণের দাবি করেছেন সিনেমাটির সহ-প্রযোজক তাহেরা জেনিফার ফেরদৌস। একইসঙ্গে তিনি মামলা করারও হুমকি দিয়েছেন।

আজ মঙ্গলবার বিএফডিসির প্রযোজক সমিতির সামনে 'আশীর্বাদ' সিনেমার পরিচালক, নায়ক-নায়িকার আচরণের বিরুদ্ধে প্রযোজকদের সংবাদ সম্মেলন এ দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তাহেরা জেনিফার ফেরদৌস বলেন,'আশীর্বাদ সিনেমার জন্য আমাদের ৩০টির বেশি হল পাওয়ার কথা, সেখানে ১৫টি তো দূরের কথা ১০টি হলও পাচ্ছি না। এই ক্ষতিপূরণ পরিচালক, রোশান ও মাহিয়া মাহিকে দিতে হবে। আমি অবশ্যই মামলা করব। 'আশীর্বাদ' সরকারি অনুদানের সিনেমা। এটা ছেলেখেলা নয়। এই টাকা মানিক, রোশান ও মাহির ঘর থেকে ওঠাব।'

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, 'সিনেমা মুক্তির আগে একজন পরিচালক যদি বলেন- আমার  এই ছবিটি আমি ভালো বানাতে পারিনি বা সিনেমাটি চলবে না। এটা মহা অন্যায়। এটা মুক্তির আগে তুমি বলেতে পার না। কারণ প্রতিটি টিকিট থেকে সরকার রেভিনিউ পায়। এতো বড় অপরাধ ক্ষমার যোগ্য নয়।'

খোরশেদ আলম খসরু বলেন, 'মাহিয়া মাহি সব প্রযোজকদের স্বার্থের হানি করেছে। তিনি কে- যিনি মূলধারার চলচ্চিত্রের অনুদান ফেরত নেওয়ার কথা বলেন। আপনি 'আশীর্বাদ' সিনেমার প্রযোজকের যে ক্ষতি করলেন সেটা কি পোষাতে পারবেন? আপনাদের কারণে এই সিনেমার  প্রযোজকের যে ক্ষতি হয়েছে সেটা আপনাদের পুষিয়ে দিতে হবে।'

তার আগে আজ মঙ্গলবার বিকালে 'আশীর্বাদ' সিনেমার সহ-প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগপত্র জমা দেন অভিনেত্রী মাহিয়া মাহি।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues gazette notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

1h ago