বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। ছবি: স্টার

বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে হেমায়েতপুর সিঙ্গাইর সড়কের তেঁতুলঝড়া এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন ওই রাকেফ এ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা।

ঢাকা শিল্প পুলিশ-১-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) কোরবান আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুর ২টায় শ্রমিকদের গত জুনের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু, দুপুর ২টায় শ্রমিকদের বেতন দেওয়া হয়নি। এ কারণে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করছে। আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এছাড়া কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি।'

বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, 'কারখানাটিতে ১ হাজারের অধিক শ্রমিক আছে। কারখানায় কাজ কম থাকার অজুহাতে শ্রমিকদের গত জুলাই মাসের বেতন সময়মতো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে গত ১৯ আগস্ট কারখানার মালিকপক্ষ, থানা পুলিশ, শিল্প পুলিশ ও আমরা শ্রমিক প্রতিনিধিরা বসেছিলাম। সেদিন সমঝোতা চুক্তি হয়েছিল যে, কর্তৃপক্ষ আজ ২টায় শ্রমিকদের বেতন পরিশোধ করবে। কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি এবং কারখানার বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। শ্রমিকরা ধারণা করছেন কর্তৃপক্ষ আর কারখানা চালাবে না, শ্রমিকদের বেতনও পরিশোধ করবে না। এ কারণে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করছেন।'র

তিনি আরও বলেন, 'কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, তারা বলছেন ব্যাংকের ঝামেলার কারণে বেতন দিতে পারছেন না।'

যোগাযোগ করা হলে রাকেফ এ্যাপারেলস ওয়াশিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম আকবর আলী দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বলেন, 'আজ শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। ব্যাংকে লোন হয়নি। ব্যাংকে ৪টা পর্যন্ত বসেছিলাম। যেহেতু আজও হলো না তাই বেতন দেওয়ার আরেকটি তারিখ নির্ধারণ করতে হবে।'

শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানাটি বন্ধ ঘোষণা করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না এমন কিছু না। বিষয়টি সঠিক নয়।'

Comments

The Daily Star  | English

Titumir college: Govt will not take any hasty decision

Education adviser says declaring a college as university is not logical demand

17m ago