যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার স্মরণকালের বৃহৎ মহড়া

দক্ষিণ কোরিয়ার মহড়া
ছবি: রয়টার্স ফাইল ফটো

উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু পরীক্ষা মোকাবিলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে স্মরণকালের বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, 'উলচি ফ্রিডম শিল্ড' নামের এই বার্ষিক গ্রীষ্মকালীন মহড়া আজ শুরু হয়ে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এর পাশাপাশি দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব প্রস্তুতি হিসেবে আলাদাভাবে ৪ দিনের উলচি সিভিল ডিফেন্স মহড়া শুরু করেছে। বৈশ্বিক করোনা মহামারির পর এই প্রথম এমন মহড়ার আয়োজন করল দেশটি।

প্রতিবেদনে আরও বলা হয়, পৃথক সামরিক ও বেসামরিক মহড়ার মাধ্যমে দক্ষিণ কোরিয়া সাইবার হামলার হুমকি মোকাবিলারও প্রস্তুতি নিচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মন্ত্রিসভার বৈঠকে বলেন, 'কোরীয় উপদ্বীপে শান্তি নির্ভর করে আমাদের কঠোর নিরাপত্তানীতির ওপর।'

মহড়ার প্রস্তুতি হিসেবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র প্রাথমিক প্রশিক্ষণ শুরু করায় গত সপ্তাহে উত্তর কোরিয়া ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago