ট্রান্সফার লাইভ: কাসেমিরো ইউনাইটেডে, গিমারেসে নজর রিয়ালের
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
কাসেমিরোর বিকল্প হিসেবে গিমারেসে নজর রিয়ালের
কাসেমিরো রিয়াল মাদ্রিদ ছাড়া প্রায় এক প্রকার চূড়ান্ত। স্প্যানিশ রেডিও মার্কার সংবাদ অনুযায়ী, এ ব্রাজিলিয়ানের বিকল্প হিসেবে আরেক ব্রাজিলিয়ানে নজর দিয়েছে রিয়াল। নিউক্যাসল মিডফিল্ডার ব্রুনো গিমারোসকে দলে টানতে পারে তারা।
ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন কাসেমিরো
রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কাসেমিরোকে পাওয়ার খুব কাছে চলে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সংবাদ অনুযায়ী, রেড ডেভিলদের ইতিবাচক সাড়া দিয়েছেন এ ব্রাজিলিয়ান। তাকে পেতে ৬০ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে ইংলিশ ক্লাবটির। অন্যান্য খরচ হিসেবে সঙ্গে রয়েছে আরও ১০ মিলিয়ন ইউরো। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই শারীরিক পরীক্ষা করাতে ম্যানচেস্টারে যাওয়ার কথা এ ব্রাজিলিয়ানের।
আন্তনির বিকল্প হিসেবে কারাস্কোকে চায় ইউনাইটেড
দ্য অ্যাথলেটিকের সংবাদ অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের করা ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আয়াক্স। তাই তার বিকল্প হিসেবে অ্যাতলেতিকো মাদ্রিদের বেলজিয়ান ফরোয়ার্ড জানিক কারাস্কোতে নজর দিয়েছে ক্লাবটি। ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ডকে পেতে ২৫ মিলিয়ন ইউরো খরচ করতে রাজী ইংলিশ ক্লাবটি।
হাকিমিকে চায় বার্সেলোনা
স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতোর একটি প্রোগ্রামে বলা হয়েছে পিএসজির রাইট-ব্যাক আশরাফ হাকিমিকে পেতে আগ্রহী বার্সেলোনা। ২০২৬ সাল পর্যন্ত পিএসজির চুক্তি থাকা এ ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের যুব একাডেমীর খেলোয়াড় ছিলেন।
চেলসিকে ইতিবাচক সাড়া দিয়েছেন অবামেয়াং
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, চেলসিকে ইতিবাচক সাড়া দিয়েছেন পিয়েরে-এমরিক অবামেয়াং। এখন বার্সেলোনার সঙ্গে আলোচনা চূড়ান্ত হলেই ইংলিশ ক্লাবে যোগ দিবেন এ ফরোয়ার্ড। কারণ বার্সার দাবি করা ৩০ মিলিয়ন ইউরো বেশি মনে করছে ব্লুজরা।
Comments