সাতক্ষীরায় ট্রাকচাপায় কৃষক নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুরে বালুবাহী ট্রাকের চাপায় আবুল কালাম নামে (৪৫) এক কৃষক নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে সখিপুর টেলিফোন টাওয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম উপজেলার সখিপুর ইউনিয়নের নারিকেলি গ্রামের বাসিন্দা ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, আঁখ চাষি আবুল কালাম বাড়ি থেকে হেঁটে সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন তার জমিতে যাচ্ছিলেন। এ সময় বালুবাহী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকের চালক পালিয়ে গেছেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ বলেন, 'সড়ক দুর্ঘটনায় আজ সকালে আবুল কালাম নিহত হয়েছেন। তার মরদেহ সখিপুর হাসপাতালে রয়েছে।'

Comments