দামাল একটি ইতিহাস হবে: মিম

বিদ্য সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নতুন সিনেমা 'দামাল' আসছে ২৮ অক্টোবর। আজ মঙ্গলবার দামালের ট্রেলার প্রকাশ হয়েছে। এছাড়া, সম্প্রতি মুক্তি পাওয়া মিমের পরাণ ষষ্ঠ সপ্তাহেও সারাদেশে চলছে।

নতুন সিনেমা এবং নানা বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন বিদ্যা সিনহা মিম।

দামাল মুক্তি পেতে যাচ্ছে, কেমন লাগছে আপনার?

দামাল মুক্তির খবর জেনে ভীষণ ভালো লাগছে। একটি সিনেমায় যে শ্রম দিতে হয়, চরিত্রের ও গল্পের ভেতরে যেভাবে ডুবে থাকতে হয়- সেখানে নতুন সিনেমা মুক্তির খবর যে কোনো শিল্পীর জন্যই আনন্দের ও ভালোলাগার। মুক্তির তারিখ জানার পর উচ্ছ্বসিত আমি। দামাল একটি ইতিহাস হবে।

বিদ্যা সিনহা মিম। ছবি: স্টার

পরাণ ষষ্ঠ সপ্তাহ ধরে চলছে...

এটা তো মহাআনন্দের খবর। বাংলাদেশের সিনেমার জন্য ইতিবাচক খবর। এখনো কোনো কোনো হলে হাউজফুল যাচ্ছে । কেউ কেউ ফেসবুকে জানিয়েছেন ৪ থেকে ৫ বার দেখেছেন। কয়েকদিন আগে এক ভক্ত দেখা করেছেন। তিনি ৫ বার দেখেছেন। এরকম বেশ ক'জন ভক্ত আমাকে জানিয়েছেন, একাধিকবার পরাণ দেখেছেন। সুখের খবর পরাণ ইউরোপে যাচ্ছে। আরও অনেক দেশেই মুক্তি পাবে।

ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার ফাইল ফটো

আপনি নিজে কতবার পরাণ দেখেছেন?

৪ বার দেখেছি। একবার দেখেছি বাবা মা ও স্বামীকে নিয়ে। একবার দেখেছি শ্বশুরবাড়ির সবার সঙ্গে। তৃতীয়বার দেখেছি বন্ধুদের সঙ্গে। আরেকবার দেখেছি প্রিমিয়ারে। এছাড়া একটু একটু করে অনেকবার দেখেছি। যতবার দেখেছি যতবারই ভালো লেগেছে।

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন?

না, না। সময় নিচ্ছি কিছুটা। ভালো গল্প ও ভালো চরিত্র পেলে সিদ্ধান্ত নেব। স্ক্রিপ্ট পাচ্ছি অনেক। একটু ভেবে সিদ্বান্ত নেব। আমি মনে করি ভালো কিছুর জন্য অপেক্ষা করা প্রয়োজন। তাহলে ভালো ফল পাওয়া যায়।

বিদ্যা সিনহা মীম। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার ফাইল ফটো

ঢাকাই সিনেমা নিয়ে কী স্বপ্ন দেখেন?

স্বপ্ন বদল হয়। ঢাকাই সিনেমায় এ সময়ে সুবাতাস বইছে। ঢাকাই সিনেমা নিয়ে আমি বড় স্বপ্ন দেখছি। সিনেমা শিল্পের সবাই হয়তো নতুন করে স্বপ্ন দেখছেন। সত্যি কথা বলতে ভালো সিনেমার বিকল্প নেই। ভালো সিনেমা হলে দর্শকরা প্রেক্ষাগৃহে আসবেই।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago