১০ গান নিয়ে ফিরছেন মনির খান

মনির খান। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মনির খানের ১০টি গান একসঙ্গে প্রকাশ হচ্ছে। বর্তমানে একটি গান প্রকাশের ট্রেন্ড প্রচলিত থাকলেও, মনির খানের ১০ গান প্রকাশিত হবে। ১০টি গানের 'কী বাঁধনে বেঁধেছো আমায়' অ্যালবামটি ভিডিও আকারে প্রকাশিত হবে।

মনির খান বলেন, 'আমি যে ধরনের গান করি, সে ধরনের উপাদানই নতুন এই ১০টি গানে আছে। গানগুলো করে ভালো লেগেছে। অনেকদিন পরে একসঙ্গে এতগুলো গান করলাম। গানের কথার সঙ্গে সঙ্গতি রেখে ভিডিও করা হয়েছে।'

গানগুলো লিখেছেন লিটন শিকদার। গানের সুর করেছেন মিল্টন খন্দকার ও দেবু রায়। সংগীতায়োজন করেছেন কলকাতার রকেট মন্ডল। শিল্পীর নিজের ইউটিউব চ্যানেল 'এমকে মিউজিক টোয়েন্টিফোর' এ মুক্তি দেওয়া হবে গানগুলো।

গীতিকার লিটন শিকদার বলেন, 'মনির খান দেশের জনপ্রিয় একজন শিল্পী। তিনি মাটি ও মানুষের গান করেন। অনেকদিন পর তিনি গান নিয়ে ফিরছেন। তার এই যাত্রার সঙ্গী হতে পেরে আমি আনন্দিত। আশা করি এই ১০টি গানের ভিডিও সবার কাছে উপভোগ্য হবে।'

গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার বলেন, 'আমাদের একসঙ্গে পথচলাটা দীর্ঘদিনের। আগেতো বেশ আয়োজন করে অ্যালবাম প্রকাশ হতো। সেটা এখন আর হয় না। তার ভক্তরা একসঙ্গে ১০টি গান উপহার পাচ্ছেন। আমি এ আয়োজনে থাকতে পেরে আনন্দিত। সবাইকে গানগুলো উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি।'

মনির খান ১৯৯৬ সালে 'তোমার কোনো দোষ নেই' অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন। প্রথম অ্যালবামই ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে। দীর্ঘ সংগীত জীবনে তিনি ৪২টি একক এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। তার গাওয়া গানের মধ্যে আছে- 'তোমার কোনো দোষ নেই', 'আট আনার জীবন', 'ভাড়া করে আনবি মানুষ', 'বিধি আমার এ চোখ অন্ধ করে দাও', 'প্রেমের তাজমহল', 'অঞ্জনা'।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

4h ago