‘ভারত-পাকিস্তান ম্যাচে পার্থক্য গড়বে হার্দিক’, বলছেন আকিব
দুই দলের সর্বশেষ দেখায় পাকিস্তান জিতেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহীন শাহ আফ্রিদির তোপেই মূলত ম্যাচ হেরে বসেছিল ভারত। এবার এশিয়া কাপে সেই দুবাইতেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান দুদল। আগের দেখায় জিতলেও এবারের লড়াইয়ে ভারতের দিকেই পাল্লা ভারি রাখলেন সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ।
২৭ অগাস্ট থেকে শুরু এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২৮ অগাস্ট। 'এ' গ্রুপে প্রথম ম্যাচে নামবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল। তাদের গ্রুপে থাকা সহযোগী দেশ কোন অঘটন না ঘটালে সুপার ফোরে আবার দেখা হবে দু'দলের। ফাইনাল পর্যন্ত যেতে পারলে দেখা হবে তৃতীয় দফা।
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের এবারের লড়াই নিয়ে চলছে নানামুখী আলোচনা। তাতে পাকটিভি ডটটিভির সঙ্গে এক আলোচনায় যোগ দিয়ে আকিব এগিয়ে রাখেন ভারতের ব্যাটিংকে, 'দুই দলের তফাৎ হবে ব্যাটিংয়ে। ভারতের ব্যাটিং এখনো একটু বেশি অভিজ্ঞ। রোহিত শর্মার মতো ব্যাটার যদি জ্বলে উঠে একা হাতে ম্যাচ বের করে নেবে। একইভাবে ফখর জামান, সে নিয়ন্ত্রণ নিয়ে পাকিস্তানকে জেতাতে পারবে। কিন্তু ভারত ও পাকিস্তানের মিডল অর্ডার লাইনআপ তফাৎ করে দেবে। তফাৎ হবে মূলত অলরাউন্ডারে, হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার পাকিস্তানের নেই।'
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে যাওয়া ম্যাচে ভারতের একাদশে ছিলেন হার্দিক। তবে চোটের কারণে বল করার মতোও অবস্থায় ছিলেন না, খেলেছেন কেবল ব্যাটার হিসেবে। ওই ম্যাচের পর চোটে লম্বা সময় বাইরে থেকে আইপিএল দিয়ে খেলায় ফিরেন এই অলরাউন্ডার। গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে আইপিএল জেতান তিনি। ব্যাটে-বলে হার্দিককে পাওয়া যায় সেরা ছন্দে। এরপর ভারতীয় দলের হয়েও অলরাউন্ড নৈপুণ্যে এই তারকা দিচ্ছেন সেরা সময়ের আভাস।
Comments