দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি চিরস্থায়ী নয়: স্বাস্থ্যমন্ত্রী

দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি চিরস্থায়ী নয়: স্বাস্থ্যমন্ত্রী
আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে কোভিড মোকাবেলায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বর্তমানে যে জ্বালানি ও জিনিসপত্রের দাম বেড়েছে এটি চিরস্থায়ী নয়। আশা করি অল্প দিনের মধ্যে আর্ন্তজাতিক বাজারে দাম কমে আসবে এবং বাংলাদেশেও দাম কমে আসবে।'

আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে কোভিড মোকাবেলায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এখন থেকেই আমরা মিতব্যয়ী হচ্ছি যাতে ভবিষ্যতে সমস্যায় পড়তে না হয়। বাংলাদেশ ভবিষ্যতে সমস্যায় পরবেনা। বর্তমানে যে জ্বালানি ও জিনিষপত্রের দাম বেড়েছে, তা চিরস্থায়ী নয়। আশা করি অল্প দিনেই আর্ন্তজাতির বাজারে দাম কমে আসবে এবং বাংলাদেশেও দাম কমে আসবে। সেইসঙ্গে বিদ্যুৎও স্বাভাবিক হয়ে আসবে। কারন জ্বালানির মাধ্যমেই বিদ্যুৎ উৎপাদন করা হয়।'

দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই, জ্বালানি আছে এবং সরকার গ্যাস তৈরি করার ব্যবস্থা করছে বলেও মন্তব্য করেন তিনি।

জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট গোলাম মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন, পৌর মেয়র মো.রমজান আলী ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে শাহওয়াজসহ সরকারি ও রাজনৈতিক ব্যক্তিরা।

অনুষ্ঠানে জেলা পরিষদের আয়োজনে পাঁচ কর্মহীন পপরিবারের মধ্যে খাবার, শাড়ি কাপড় ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি মানিকগঞ্জ প্রেসক্লাবসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের মুক্তিযোদ্ধ ও বঙ্গবন্ধুর উপর রচিত বই প্রদান করা হয়।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

4h ago