জ্বালানির মূল্যবৃদ্ধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

high court
স্টার ফাইল ফটো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আজ সোমবার হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

অ্যাডভোকেট মো. ইউনুস আলী আকন্দ জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ ও বাতিল চেয়ে জনস্বার্থ মামলা হিসেবে হাইকোর্টে এই রিট আবেদন জমা দেন।

শিগগির এই আবেদনের ওপর শুনানি করতে পারেন আদালত।

গত ৫ আগস্ট সরকার ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ৮০ থেকে ১১৪ টাকা, অকটেন লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ৮৯ থেকে ১৩৫ টাকা, পেট্রল লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ৮৬ থেকে ১৩০ টাকা করেছে।

 

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

2h ago