বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, কক্সবাজারে সমুদ্রে না নামার পরামর্শ

কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: স্টার ফাইল ফটো

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সমুদ্র উত্তাল থাকায় সেখানে যারা বেড়াতে গেছেন তাদের সমুদ্রে না নামার পরামর্শ দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় সাগর উত্তাল রয়েছে। দুর্ঘটনা এড়াতে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করছে। সৈকতে টহলরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা পর্যটকদের সচেতনতায় মাইকিং করছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া জানান, কক্সবাজারের উপকূলীয় এলাকায় সকাল থেকে গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলারকে পরবর্তী সংকেত না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

41m ago