জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শাহবাগে অবস্থান

জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে শাহবাগে অবস্থান ধর্মঘট। ছবি: স্টার

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকার শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন একদল প্রতিবাদকারী। শনিবার রাত ৯টার দিকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা৷

'বিক্ষুব্ধ ছাত্র-জনতার' ব্যানারে অবস্থান ধর্মঘট শুরুর আগে তারা শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন৷ একই দাবিতে রোববার সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা৷

এ কর্মসূচিতে যুক্ত আছেন শ্রমিক নেতা রুহুল আমিন৷ তার সঙ্গে প্রায় ১৫ জন প্রতিবাদকারী অংশ নিয়েছেন৷ তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে সেখানে আছেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম৷

কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব৷ আমাদের দাবি যৌক্তিক, আমরা সর্বস্তরের মানুষকে আন্দোলনে স্বাগত জানাই৷ সরকার জ্বালানি তেলের যে দাম বাড়িয়েছে, তা দ্রুত কমাতে হবে৷'

খান আসাদুজ্জামান মাসুম দ্য ডেইলি স্টারকে বলেন, 'জ্বালানি তেলের বাড়ানো দাম প্রত্যাহারের দাবিতে কিছু ছাত্র জনতা অবস্থান কর্মসূচি শুরু করেছেন৷ আমি মনে করে, তাদের দাবি অত্যন্ত যৌক্তিক৷ এজন্য তাদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান নিয়েছি৷'

 

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

1h ago