আমরা লাভ ক্ষতির হিসেব করে সিনেমা করি না: বর্ষা

চিত্রনায়িকা বর্ষা। ছবি: সংগৃহীত

একশো কোটি টাকা বাজেটের 'দিন দ্য ডে' সিনেমাটি মুক্তির পর থেকেই বিভিন্ন কারণে আলোচনায় ছিল চিত্রনায়ক, প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা।

সিনেমা নিয়ে আগামী পরিকল্পনা এবং নতুন সিনেমার বিষয়ে দ্য ডেইলি স্টার কথা বলেছে চিত্রনায়িকা বর্ষার সঙ্গে।

চিত্রনায়িকা বর্ষা বলেন, 'আমরা লাভ ক্ষতির হিসেব করে সিনেমা করি না। মানুষকে আনন্দ দেওয়ার জন্য করি। যখন ভালো লাগবে না, করবো না। আগামী ৪-৫ বছর পর হয়তো সিনেমায় থাকবো না। ছোট কিংবা বড় কোনো মানুষকে ছোট করে দেখা উচিত নয়। তবে আমাদের দেশের কোনো কোনো মানুষ অপরকে ছোট করে আনন্দ পায়। 'দিন দ্য ডে' সিনেমা নিয়ে এতো আলোচনা হলো, দর্শক আসলো সিনেমাহলগুলোতে, অনেকেই প্রশংসা করলেন। আন্তর্জাতিক গণমাধ্যমেও আমাদের সংবাদ প্রকাশ হয়েছে, সেটা নিয়ে কেউ কিছু বললো না।

চিত্রনায়িকা বর্ষা। ছবি: সংগৃহীত

বর্ষা বলেন, 'সবসময়ই আমরা এই কথাটা বলি ইন্ডাস্ট্রিতে আমাদের অবস্থান আর অন্য যেকোনো শিল্পীদের অবস্থান কিন্তু একরকম না। কারণ আমরা নিজেরাই অর্থলগ্নি করি সিনেমায়। নিজেরাই নিজেদের প্রোডাকশনে কাজ করি। ইচ্ছা করলে একসঙ্গে ৫টা সিনেমায় লগ্নি করতে পারব না।'

বাংলা সিনেমার একটা জোয়ার শুরু হয়েছে এটা কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, 'বাংলা সিনেমার যে জোয়ার শুরু হয়েছে সেটা কোন সিনেমার মাধ্যমে এটা আমরা না আপনারা বলেন। এইসব শুনতে আমাদের ভালো লাগে। বাংলা সিনেমার একটা জোয়ার শুরু হয়েছে। সেই জোয়ারটা ধরে রাখার জন্য পরবর্তীতে আবারো ভালো ছবি বানানোর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে আমার মনে হয়।'

চিত্রনায়িকা বর্ষা। ছবি: সংগৃহীত

দিন দ্য ডে' সিনেমার পর নতুন সিনেমা কবে আসছে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের আরেকটা সিনেমা 'নেত্রী দ্য লিডার' আসছে। বলতে পারেন এখন থেকেই সেটার প্রচারণা শুরু করে দিয়েছি। সিনেমাটির ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। সেই দেশের অংশের কাজটা বাকি আছে। গল্পের প্রয়োজনে ওখানে যেতে হবে। আশা করছি, সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে শুটিং শেষ হবে। এটাই বড় একটা চমক।'

Comments

The Daily Star  | English

Mohakhali blockade halts Dhaka's rail link

Students of Titumir College waged protest to press home their demand for upgradation of their institution as a university

29m ago