‘বঙ্গমাতা’ চরিত্রে জ্যোতিকা জ্যোতি

ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বঙ্গমাতা'। এই চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। সিনেমাটি পরিচালনা করেছেন গৌতম কৈরী।

খোরশেদ বাহারের উপন্যাস অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নাসরীন মোস্তাফা। 

জ্যোতিকা জ্যোতি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাংলাদেশের ইতিহাসের নিভৃত সৈনিক বঙ্গমাতা ফজিলাতুন নেছা। তার চরিত্রে অভিনয় করা সৌভাগ্যের। একটি ঐতিহাসিক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। বঙ্গমাতা ফজিলাতুন্নেসাকে নিয়ে তৈরি করা এটিই প্রথম কোনো চলচ্চিত্র। আগামী ৮ আগস্ট বঙ্গমাতার জন্মদিনে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি আগস্ট মাসজুড়ে সারাদেশের শিল্পকলা একাডেমি ও টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।'

জানা গেছে, ২৮ মিনিটের বঙ্গমাতা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শেখ ফজিলাতুন নেছা মুজিবের ছোটবেলা থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ের ঘটনা থাকছে। 

Comments