আসিফ-ন্যান্সির দ্বন্দ্ব কি আরও বাড়ল?
গত ৪ বছর ধরে কণ্ঠশিল্পী আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যান্সির মধ্যে দ্বন্দ্ব চলছে। ২০২০ সালের ১০ জুলাই ময়মনসিংহ কোতোয়ালি থানায় আসিফের বিরুদ্ধে লিখিত অভিযোগও দেন ন্যান্সি।
কিন্তু গত ৩০ জুলাই আসিফ আকবরের একটা ফেসবুক পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো সব দ্বন্দ্বের অবসান হয়ে গেল। অনেকের ধারণা হয়েছিল, অভিমান শেষে আবার হয়তো দুজন একসঙ্গে গানও গাইবেন। কিন্তু গতকাল বুধবার রাতে ন্যান্সির একটি ফেসবুক পোস্ট সেই ধারণা পাল্টে দিয়েছে।
আসিফ আকবর প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় লেখেন, 'একটা ফোনের অপেক্ষায় ছিলাম ৪টা বছর। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া, আমি ন্যান্সি বলছি। খুব ভালো লাগল ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভালো লাগছিল। ন্যান্সি তো আমার ছোট, আমি তো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।'
তিনি আরও লিখেন, 'নাজমুন মুনিরা ন্যান্সির কণ্ঠ আমাদের সম্পদ। আমাকে বলল, ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যান্সির সঙ্গে গল্প-গানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি। ভালো থাকো ন্যান্সি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভালো লাগা। আমিও সেই দলের বাইরে নই।'
তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষে ন্যান্সি এক অনুষ্ঠানে আসিফ আকবরকে নিমন্ত্রণ করলে সেখানে দুজন একসঙ্গে ছবিও তোলেন। ফেসবুকে আসিফ আকবর সেই ছবি শেয়ার করেন।
কিন্তু বুধবার রাতে ন্যান্সি তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেন, 'আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখা উপলক্ষে অনেক তারকাদের মতো আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শিল্পী আসিফ আমাদের সবার প্ৰিয়, কিন্তু উনার আমার সঙ্গে করা পূর্বের ধারাবাহিক মিথ্যে অসম্মানজনক অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়। নিরুপায় আমি আইনের দ্বারস্থ হওয়ার পর বাকি বিষয় চলমান আদালতের বিচার প্রক্রিয়া। যা সিদ্ধান্ত নেবেন, তাই হবে।'
তিনি আরও লিখেন, 'আসিফ আকবরের সঙ্গে কোনো ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, এলেও করার প্রশ্নই আসে না। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়। আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছে থাকলে সেটা একান্তই তার নিজস্ব ইচ্ছে, আমার নয়। আমি আমার আগের অ্যালবামের প্রাপ্য সম্মানী ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়।'
বিষয়টি নিয়ে আসিফ আকবর আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই বিষয়ে কথা বলার কোনো আগ্রহ আমার নেই। নিজেকে খুব বোকা মনে হয়েছে এই ঘটনায়। সেই কারণে আমার সেই স্ট্যাটাস প্রত্যাহার করে নিয়েছি ফেসবুক থেকে, থাকুক যে যার মতো করে।'
Comments