১ ডলার সমান ৭৯.২১ ভারতীয় রুপি
মার্কিন ডলারের বিপরীতে বুধবার ভারতীয় রুপির ৬৮ পয়সা দরপতন হয়েছে। এদিন আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাঁড়ায় ৭৯.২১।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, গতকাল মঙ্গলবার রুপির দাম ৫৩ পয়সা উন্নতি হয়ে মার্কিন ডলারের বিপরীতে ৭৮.৫৩ রুপি হয়। যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ছিল।
গবেষণা বিশ্লেষক অনুজ চৌধুরী বলেন, ভারতের বাণিজ্য ঘাটতি জুলাই মাসে রেকর্ড ৩১.০২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা জুনে ২৬.১৮ বিলিয়ন মার্কিন ডলার ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, অপরিশোধিত তেলের দাম হ্রাস এবং বিদেশি তহবিল প্রবাহ নেতিবাচক দিক প্রভাব ফেলেছে। বৈশ্বিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারস ০.৯৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৯.৫৮ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
অনুজ চৌধুরী আরও বলেন, মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে মার্কিন ডলার নিরাপদ অবস্থানে আছে।
Comments