যতদিন বেঁচে আছি ময়মনসিংহের সেই শিশুকে দেখাশোনার চেষ্টা করবো: বর্ষা

বর্ষা। ছবি: সংগৃহীত

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত 'দিন দ্য ডে' সিনেমাটি মুক্তির পর দর্শকের সঙ্গে অনেকবার দেখেছেন এই তারকা দম্পতি। তবে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ শো ছিল একেবারে অন্যরকম।

শারীরিক প্রতিবন্ধীদের সঙ্গে সিনেমা দেখার পর বর্ষা বলেন, 'সিনেমা মুক্তি হলে আমরা হলে গিয়ে উল্লাস করতে পারি, মজা করতে পারি। কিন্তু যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তারা সেই আনন্দ থেকে বঞ্চিত। তারা অনুভব করে আমরাও যদি এভাবে হাঁটতে পারতাম, তাদের মতো মজা করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আমার কাছে ভীষণ ভালো লাগছে, সিনেমাটি দেখার জন্য তারা এসে ধৈর্য ধরে বসে আছে, এটাই পরম পাওয়া।'

বর্ষা। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে একটি বাচ্চা বের হওয়ার সংবাদটি পড়ে খুব কষ্ট পেয়েছিলাম। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিল, সে যেন আমারই মেয়ে। তখন আমি ময়মনসিংহের ডিসি'র সঙ্গে যোগাযোগ করি বাচ্চাটির খোঁজ খবর করি। আমি বাচ্চাটাকে সহযোগিতা করেছি কতো সেই অ্যামাউন্টটা এখন বলতে চাই না। ভেবেছিলাম, ফ্রি হলে বাচ্চাটিকে দেখতে যাবো। কেন জানি না মনে হচ্ছিলো সে আমারই মেয়ে।'

'সংবাদে দেখলাম মেয়েটিকে ঢাকা আনা হয়েছে। খুব শিগগির বাচ্চাটাকে দেখতে যাব। আমি বর্ষা যতদিন বেঁচে থাকি, সুস্থ আছি ততদিন বাচ্চাটাকে দেখাশোনা করার চেষ্টা করবো,' যোগ করেন বর্ষা।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

14m ago