চবিতে ছাত্রলীগের কমিটি নিয়ে বিক্ষোভ: বাস, শাটল ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তালাবদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

প্রায় ৩ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ঘোষিত কমিটিতে পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ করছে ছাত্রলীগের একাংশ।

আজ সোমবার ভোররাত সাড়ে ১২টায় ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার আগেই শাখা ছাত্রলীগের 'চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার' (সিএফসি) গ্রুপের একাংশ গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকে।

গতরাত সাড়ে ১১টার দিকে সিএফসির একাংশের কর্মীরা তালা খুলে নিলে আরেক উপ-পক্ষ 'বিজয়' গ্রুপের অনুসারীরা ভোররাত ১টার দিকে আবার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

এ দিকে, অবরোধের কারণে আজ সকাল থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাস। কয়েকটি বিভাগের ক্লাস-পরীক্ষা ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রলীগের কমিটির পদবঞ্চিতরা মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন। শাটলের লোকোমাস্টার না থাকায় ট্রেন আসছে না। তাকে খুব সম্ভবত আটকে রেখেছে ছাত্রলীগের কেউ।'

'মূল ফটক বন্ধ থাকায় শিক্ষক বাস শহরে যেতে পারেনি' উল্লেখ করে তিনি আরও বলেন, 'তাই শিক্ষকরাও ক্যাম্পাসে আসতে পারছেন না।'

Comments

The Daily Star  | English

Titumir college: Govt will not take any hasty decision

Education adviser says declaring a college as university is not logical demand

8m ago