সৌদি আরবের জিডিপি ১১ বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি

রিয়াদ
সৌদি রাজধানী রিয়াদ। ছবি: রয়টার্স

সৌদি আরবের প্রকৃত মোট দেশজ উৎপাদন বা জিডিপি ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে আগের বছরের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে।

দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস রোববার এ তথ্য প্রকাশ করেছে বলে সৌদি গেজেট জানিয়েছে।

এটি সৌদি আরবের অর্থনীতিতে গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

এর আগে ২০১১ সালের তৃতীয় প্রান্তিকে সৌদি আরবের জিডিপি ১৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল।

প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেলের বাণিজ্য এক বছরে ২৩ দশমিক ১ শতাংশ ও অন্যান্য বাণিজ্য ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে যাওয়ায় এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

জিডিপি ২০২২ সালের প্রথম প্রান্তিকে জিডিপিতে ৯ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি এক প্রজেকশনে বলেছে,  সৌদি অর্থনীতি এ বছর ৭ দশমিক ৬ শতাংশ এবং ২০২৩ সালে ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago