চাঁদ দেখা যায়নি, পবিত্র আশুরা ৯ আগস্ট

aashuraa.jpg
ছবি: সংগৃহীত

দেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। আগামী রোববার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। পবিত্র আশুরা পালিত হবে ৯ আগস্ট।

আজ শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। আগামীকাল পবিত্র জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে।

Comments

The Daily Star  | English
graph of bangladesh remittance inflow between 2023 and 2024

Bangladesh gets record $27 billion in remittances in 2024

Remittance inflow also broke single-month record in December

1h ago