পবিত্র আশুরা কবে জানা যাবে সন্ধ্যায়

aashuraa.jpg
ছবি: সংগৃহীত

চলতি ১৪৪৬ হিজরি সনের পবিত্র মুহাররম মাস কবে শুরু হচ্ছে এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।

এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

58m ago