মিরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১১

miirsraaiyye-lel-durghttnaa-maasum2.jpg
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস | ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ক্রসিং পার হওয়ার সময় একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা লেগে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার হাসান চৌধুরী।

তিনি জানান, হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। তারা মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণ করে ফিরছিলেন।

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ৭ জন চমেক হাসপাতালে 
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'মাইক্রোবাসটি গেট ম্যানের অনুরোধ উপেক্ষা করে জোর করে ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।'

তবে, রেলের জিএম গেটম্যান থাকার কথা বললেও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলছেন দুর্ঘটনার সময় সেখানে কোনো গেট ম্যান ছিল না। তিনি ডেইলি স্টারকে বলেন, 'পূর্ব খৈয়াছড়া ঝর্ণা ক্রসিংয়ে ঘটনার সময়ে কোনো গেটম্যান ছিল না। বাসটিতে পর্যটকরা ঝর্ণা দেখতে যাচ্ছিলেন। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটির দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চলে আসে।'

উদ্ধার করা মরদেহ। ছবি: সংগৃহীত

এই রেলওয়ে ক্রসিংটি বৈধ কিনা, জানতে চাইলে তিনি সে বিষয়টি বিস্তারিত বলতে পারেননি।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে অন্তত ১৩ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শহিদুল ইসলাম নামের এক প্রতক্ষ্যদর্শী দ্য ডেইলি স্টারকে জানান, হতাহতদের সবাই হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ইউনুছ নগরের বাসিন্দা। খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার পথে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের ধাক্কা লাগে।

তিনি আরও জানান, ধাক্কা লাগার পর ট্রেনটি মাইক্রোবাসটিকে অন্তত ১ কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago