নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের ৪ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় নাগেশ্বরী পৌরসভা পয়ড়াডাঙ্গা এলাকার মসলিয়া বিল থেকে এই মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুর রাজ্জাক (৩০) নাগেশ্বরী উপজেলার বদিজামারপুর গ্রামের কয়ছার আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগাছ কাটার জন্য গত ২৫ জুলাই আব্দুর রাজ্জাক বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে কোথাও না পেয়ে গত মঙ্গলবার নাগেশ্বরী থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডাইরি করা হয়।

গতকাল রাতে স্থানীয় এক ব্যক্তি মসলিয়া বিলে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে ময়না তদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English