স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়ছে ২,৭৪১ টাকা

স্বর্ণ
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ছে ২ হাজার ৭৪১ টাকা। আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজসু আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। তারা বলেছে, আন্তর্জাতিক বাজার ও দেশের বুলিয়ন বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এ কারণে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৮১ হাজার ২৯৮ টাকা।

এর সঙ্গে স্বর্ণালঙ্কার তৈরিতে নতুন মজুরিও নির্ধারণ করেছে বাজুস। এখন থেকে প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারে মজুরি হবে ৩০০ টাকা।

এর আগে গত ২২ মে দেশে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছিল ৮২ হাজার ৪৬৪ টাকা। দেশে সেটাই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম।

Comments

The Daily Star  | English
ICT extends probe deadline for Hasina

ACC confirms evidence of graft, power abuse against Hasina

We hope to share good news with you soon, ACC director general told reporters

19m ago