সুবাহ’র মামলা থেকে খালাস পেলেন ইলিয়াস

ইলিয়াস হোসাইন ও শাহ হুমায়রা হোসেন সুবাহ। ছবি: সংগৃহীত

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে সাবেক স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহর দায়ের করা মামলা বেকসুর খালাস পেয়েছেন সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন।

আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় দেন।

এর আগে, গত ২৫ জুলাই ইলিয়াস ও সুবাহ উভয়েই ট্রাইব্যুনালে হাজির হয়ে জানান, তারা আপোষে বিষয়টি নিষ্পত্তি করেছেন।

সুবাহ আদালতকে বলেন, ইলিয়াস যদি বেকসুর খালাস পান তবে তার কোনো আপত্তি থাকবে না।

গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে বনানী থানায় ইলিয়াসের বিরুদ্ধে মামলাটি করেন সুবাহর সুবাহ। তদন্ত শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রে ইলিয়াসকে পলাতক দেখানো হয়। কারণ, তিনি এ মামলায় কোনো আদালত থেকে জামিন পাননি।

পরে গত ২২ মার্চ ট্রাইব্যুনাল ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ১৯ জুন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে সুবাহের সঙ্গে দেখা করেন ইলিয়াস। এরপর তারা একই বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন। বিয়ের সময় সুবাহের পরিবার ইলিয়াসকে ১২ লাখ টাকা মূল্যের রোলেক্স ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার উপহার দেয়।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

1h ago